পটিয়ার জামেয়া মাদ্রাসায় হাম*লার নায়ক রহিম গ্রে*প্তার

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার;
চট্টগ্রামের পটিয়া আল জামেয়াতুল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার হামলার নায়ক ও মূল পরিকল্পনাকারী আবদুর রহিম কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৭টার সময় পটিয়া থানাধীন মুজাফরাবাদ এলাকায় আবদুর রহিম এর রিয়েল এষ্টেট ফার্মে কতিপয় সন্ত্রাসী নিয়ে মাদ্রাসায় পুনরায় হামলার পরিকল্পনা করার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তাকে ফার্ম থেকে গ্রেপ্তার করে। এসময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। আবদুর রহিমকে মাদ্রাসার মহাপরিচালক ওবাইদুল্লা হামযার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ গতকাল বুধবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আবদুর রহিম খরনা চৌধুরী বাড়ীর মৃত আবদুর রহমান এর ছেলে।
গত ২৮ অক্টোবর আবদুর রহিমের নেতৃত্বে মাদ্রাসায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে মাদ্রাসার বিপদগামী উচ্ছৃঙ্খল ছাত্রদের উস্কানি দিয়ে রাত ১২ টায় মাদ্রাসায় ত্রাস সৃষ্টি করে কম্পিউটার সহ আসবাবপত্র ভাংচুর চালায়। এছাড়া মহাপরিচালক ওবাইদুল্লা হামযার বাসায় ভাংচুর চালিয়ে তাকে জিম্মি করে রাখে। ভোর রাত ৪টার সময় প্রাণনাশের ভয় দেখিয়ে ওবাইদুল্লা হামযা থেকে একটি পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। সন্ত্রাসীরা মহাপরিচালকের স্ত্রী, সন্তানদেরও মারধর করে। এব্যাপারে ওবাইদুল্লা হামযা বাদী হয়ে ২৯ অক্টোবর পটিয়া থানায় ৭ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ৫০/১০০ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। ৩০ অক্টোবর তা পটিয়া থানায় ৪২নং মামলা রেকর্ড করা হয়। এদিকে আবদুর রহিমকে গ্রেপ্তারের খবর পেয়ে মুজাফরাবাদ ও চন্দনাইশের উত্তর মুরাদাবাদ এলাকার ভুক্তভোগী লোকজন আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছেন। এলাকার লোকজন জানান আবদুর রহিম একজন জঙ্গি, দখলবাজ ও ভূমিদস্যূ। এলাকার লোকজন তাকে জঙ্গি রাজন হিসেবে চিনে। মুজাফরাবাদ ও মুরাদাবাদ এলাকায় ১০/১৫ জন নিরীহ ব্যক্তির জায়গা জোর পূর্বক দখল করেছে এই আবদুর রহিম। এতে লোকজন তার কাছে হয়রানি ও নির্যাতনের শিকার। ভুক্তভোগী রফিক আহমদ জানান তার থেকে ১০ গন্ডা জায়গা নিয়ে ১৭ লক্ষ ৮০ হাজার টাকা না দিয়ে আত্মসাৎ করেছে। এব্যাপারে হাইকোর্টে মামলা চলছে। ভুক্তভোগী মহিউদ্দীন, রবিন, লোকমান, রায়হান তাদেরকে জায়গা জমি নিয়ে আবদুর রহিম মামলা, হামলা সহ বিভিন্ন নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে। পটিয়া জামেয়া মাদ্রাসার দেড়শ শতক ভূমি অবৈধভাবে দখল করে ভোগ করছে। বিষয়টি ওবাইদুল্লা হামযার নজরে আসায় আবদুর রহিম তার উপর ক্ষেপে যায়। মুজাফরাবাদ ও মুরাদাবাদ এলাকায় জায়গা জমি দখল করে বিশাল সা¤্রাজ্য তৈরি করেছে এই আবদুর রহিম। এলাকার লোকজন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে গতকাল মিছিল করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *