পঞ্চগড়ে মৃ*ত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
মাত্র ৮ হাজার টাকা জমা দিয়ে ওয়ালটন থেকে ৬০ হাজার ৩১০ টাকা মূল্যের একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। একে একে তিনি কিস্তি পরিশোধ করেন তিনটি। কিন্তু চতুর্থ কিস্তির আগেই ঘটে এক অঘটন। বিদ্যুৎস্পৃষ্টে অকাল প্রয়ান হয় তার। এ অবস্থায় কিস্তির বাকী টাকা আদায়ের পরিবর্তে মশিউর রহমানের পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো নগদ আর্থিক সুবিধা।
ওয়ালটনের মৃত ক্রেতা মশিউর রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ছোবারভিটা এলাকায়। তিনি সেখানকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার নমিনি ইব্রাহিম খলিলের হাতে মোট ১২ হাজার ৫৯০ টাকা নগদ তুলে দেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার দেলোয়ার হোসেন এবং ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ ফাহিম ফারহান, শহরের পুরাতন পঞ্চগড়স্থ ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ মনোয়ার হোসেন, মৃত ক্রেতার স্ত্রী আলেয়া খাতুন, ছেলে আল-আমিন প্রমূখ।
জানা গেছে, চলতি বছরের ১৬ মে পঞ্চগড় ওয়ালটন প্লাজা থেকে কিস্তি সুবিধায় একটি ফ্রিজ কিনেছিলেন মশিউর রহমান। নমিনি করেছিলেন সঙ্গে আসা ভাই ইব্রাহিম খলিলকে। সে সময় নগদ ৮ হাজার টাকা এবং পরবর্তী তিন কিস্তিসহ মোট ২২ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। কিন্তু পরবর্তী কিস্তির সময় আসার আগেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।
মৃত ক্রেতা মশিউর রহমানের ছেলে আল আমিন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান আমার বাবা। বাবার মৃত্যুর পর ফ্রিজের কিস্তি নিয়ে চিন্তিত ছিলাম, তবে কিস্তির বাকী টাকা আমাকে পরিশোধ করতে হয়নি। কিস্তি আদায়ের পরিবর্তে আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। সর্বোপরি আজকে আর্থিক সুবিধা পেলাম তাদের পক্ষ থেকে’। এজন্য ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ওয়ালটনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, ‘কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কোন সদস্য মারা গেলে পণ্যের মূল্য ভিত্তিক ৫০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করছে ওয়ালটন। এরই ধারাবহিকতায় ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় পঞ্চগড়ে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধার টাকা হস্তান্তর করা হয়েছে। এটা কোন সহায়তা বা অনুদান নয়। ওয়ালটন মনে করে এটা তাদের দায়িত্ববোধ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *