পাইকগাছায় সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।পাইকগাছায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি আমন মৌসুমে ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত পরিমান সার সরবরাহের তাগিদ দিয়েছেন খুচরা ডিলাররা। তারা বর্তমানে পরিবহন খরচ সহ ডিলারদের কাছ থেকে বেশিদামে সারক্রয়ের অভিযোগ করেছেন। সংশ্লিষ্টরা বাজার মনিটরিং করার কথা বলেছেন। অন্যদিকে অনেক ইউনিয়নের খুচরা ডিলাররা অনিয়মিত এমনকি তারা বাহিরে সার পাচার করে থাকেন এ অভিযোগ উঠেছে। সভা সুত্রমতে দোকানের লাইন্সেস ও মূল্য তালিকা থাকতে হবে। সভায কৃষি বিভাগ জানান, উপজেলায় সার সংকট নেই, তবুও আমন মৌসুমে পরিমিত সার প্রয়োগের উদ্যোগ গ্রহন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সার-বীজ মনিটরিং সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটি উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন অর রশীদ,কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মনিরুল হক,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ সিংহ,লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন,সরাজ উদ্দীন মোড়ল,আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ, মফিজুর রহমান,উত্তম কুমার কুন্ড,ডল্টন রায়,অনিকা অধিকারী,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ,বিসিআইসি ডিলার রামপদ পাল,সাবেক চেয়ারম্যান সমরেশ হালদার,লক্ষন চন্দ্র পাল,মহসীন খান,মোখলেছুর রহমান,ভরত পাল,আজাহারুল ইসলাম প্রতিনিধিরালাভলু,রেখছোনা পারভিন,হিমাদ্রি সরদার সহ খুচরা ডিলার সহ এনজিও প্রতিনিধিরা।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *