পটুয়াখালীতে শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ষড়*যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের আয়োজনে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রুবেল, শ্রমিক লীগের নেতা টিপু প্যাদা ও ছাত্রলীগের সাঈদ সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার ৭’নভেম্বর-২৩ ইং তারিখ বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুঁইয়া, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গনি হাওলাদার, কাউন্ডিলর মো. জাহিদ সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জেলা ছাত্রলীগের তানভীর হাসান আরিফ, সহ-সভাপতি হৃদয় আশিষ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম গাজী, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফয়সালসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা ৩ দিন অবরোধের প্রথমদিনে শ্রমিক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, শ্রমিক লীগ নেতা মো. রুবেল, টিপু প্যাদা ও সাঈদ সিকদারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করার দাবী করেন এবং বিএনপির তৃতীয়বার আহুত অবরোধে সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য ঐক্যবদ্ধ আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *