এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে মো.ইউছুফ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট,প্রাণনাশের হুমকি প্রদান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো.ইউছুফ আলী উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামের মো. ইমরান খান, চিনাখড়া গ্রামের ইসমাইল খান ও মিদুল খান নামে ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৬। মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দুলাই ইউনিয়নের চর চিনাখড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো.ইউসুফ আলীকে তার নিজ বাড়ীতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি তাকে মারপিট করে আহত করে স্থানীয় দুলাই গ্রামের মো. ইমরান খান, চিনাখড়া গ্রামের ইসমাইল খান ও মিদুল খান নামে ৩ ব্যক্তি। এ সময় বাধা দিতে গেলে ওই বীর মুক্তিযোদ্ধার মেয়েকেও প্রাণনাশের হুমকি প্রদানের পাশাপাশি তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে আবারো বাড়ীতে এসে মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের সদস্যরা নিরপত্তাহীনতায় ভুগছে এবং কয়েকজন সদস্য ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মো.জালাল উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধাকে মারপিট, প্রাণনাশের হুমকি প্রদান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট ও তার বাড়ীঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা)প্রতিনিধি।

Leave a Reply