ঝিনাইদহে অব*রোধ-হরতালের প্রতিবাদে আ’লীগের বিক্ষো*ভ মিছিল

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাদের ডাকা অবরোধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পায়রাচত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু হুসিয়ার উচ্চারণ করে বলেন, হরতাল বা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করা হলে শক্ত ভাবে প্রতিহত করা হবে। তাই ব্যবসায়ী, পরিবহণ মালিকদের নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার আহŸান জানান তিনি।

ঝিনাইদহ
আতিকুর রহমান

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *