পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছা উপজেলার আগড়ঘাটা নদীতে নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ই নভেম্বর) শেষ বিকালে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা কপোতাক্ষ নদের বুকে শিলেমানপুর যুব সংঘের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে , নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আগত ৪টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০/৩৫ জন মাঝি বৈঠা হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় তালার ” কপোতাক্ষ তুফান” প্রথম স্থান অধিকার লাভ করে। দ্বিতীয় স্থান অধিকার লাভ করেন, চুকনগর এক্সপ্রেস ও তৃতীয় স্থান লাভ করেন তালার চরের পঙ্খিরাজ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান সানা।যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেনের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছোরমান গাজী।
উপস্থিত ছিলেন, শিলেমানপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংকর কুমার ঢালী, খুলনা জেলা মহিলা আ’লীগের সদস্য নাজমা কামাল, শেখ জুলি ও নিবেদিতা মন্ডল, পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপা, শিলেমানপুর যুব সংঘের মোঃ শাহিনুর রহমান মালি, মোঃ জামাল মোড়ল, মোঃ আশরাফ গাজী, মোঃ রবিউল ইসলাম, মোঃ মুজিবর সানা, মোঃ আমিরুল গাজী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইয়াচ উদ্দিন গাজী, মোঃ মামুন গাজী, মোঃ শহর গাজী, মোঃ জসিম মোড়লসহ বিভিন্ন উপজেলা হতে আগত হাজার হাজার দর্শক, সাংবাদিক বৃন্দ, থানা প্রশাসন, সুশীল সমাজ প্রমুখ।

ইমদাদুল হোক
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *