ময়মনসিংহ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও টানা তিনবার নির্বাচিত ত্রিশাল পৌরসভার জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এর নেতৃত্বে ও তার দিক নির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনা করে গনসংযোগ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরেন। এর আগে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
বৃহস্পতিবার (২নভেম্বর) বিকেলে ত্রিশাল পৌর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়।
এসময় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে৷ শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। দেশে একদিকে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আরেকদিকে মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারাবিশ্বেই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই দাম বৃদ্ধি এখনো কম রয়েছে।
মেয়র বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের এই লিফলেটে এলাকার উন্নয়ন চিত্র উল্লেখসহ টানা তৃতীয় বারের মত ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি সহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা, প্রতিবছর ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভার্ট, ব্রীজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, পৌর মৎস্য জীবী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply