সেনবাগে প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় সংবর্ধনা

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিরতিহীন ভাবে ৩১ (একত্রিশ) বছর সুনামের সহিত দায়িত্ব পালনকারী প্রধান শিক্ষক ও সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩(তিন) বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (এম,কম,
বিএড, এম,এড) এর অবসর জনিত শেষ কর্মদিবসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে এক ব্যাতিক্রমধর্মী এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়।৩০ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে, অশ্রুশিক্ত নয়নে সংবর্ধনা দেয়।এসময় বিদ্যালয়ের শিক্ষকরা অতীতের স্মৃতিচারণ করে, জনপ্রিয় এই শিক্ষক ও শিক্ষক নেতা, জাতি গড়ার কারিগর মো: মনিরুল ইসলামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।পরবর্তীতে প্রাইভেট কার সুসজ্জিত করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষককে বাড়ীতে পৌঁছে দিয়ে আসেন।
এসময় মেধাবী,চৌকস,দক্ষ ও জনপ্রিয় প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলামের শুন্যতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ পুরো এলাকাজুড়ে সকলের মাঝে শোক ও নিরবতার ছায়া ছড়িয়ে পড়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *