বিরামপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিএনপি-জামায়াত, শিবির সমাবেশের নামে নৈরাজ্য, নৃশংসতা, পুলিশ, সাংবাদিক হত্যা, পুলিশ হাসপাতাল ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ও অযৌক্তিক হরতাল এবং অবরোধ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিরামপুর উপজেলার ঢাকামোড় থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে একইস্থানে সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমীন সরদারের সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলিপ ও উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *