আদিতমারীতে গাঁজা সহ একজন গ্রেফতার

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
৩০শে অক্টোবর ২০২৩ইং সোমবার আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ সালেহুর রহমান আকন্দ, এএসআই/তপন কুমার সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভেলাবাড়ী বাজরস্থ ফজলার রাইস মিলের উত্তর পার্শ্বে পাকা রাস্তায় সোর্সের দেওয়া তথ্য মতে একটি অটো মিশুককে দাড়ানোর সংকেত দিলে উক্ত অটোর পিছনের সীটে বসে থাকা আসামী মোঃ সোহেল রানা (২৫), পিতা মৃত আলেক মিয়া, সাং—চুরিপট্টি, মুক্তিযোদ্ধা চত্ত্বর, ৪ নং ওয়ার্ড, থানা ও জেলা- লালমনিরহাট গ্রেফতার করা হয় এবং অপর আসামী মোঃ ইয়াছিন (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-জুম্মাপাড়া ৫ নং ওয়ার্ড, থানা ও জেলা-লালমনিরহাট পালিয়ে যায়। উক্ত আসামীদের সাথে থাকা সাউন্ড বক্সের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত সর্ব মোট ০৩ তিন কেজি ৫০০ পাঁচশত গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা,সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় নং-২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভেলাবাড়ী ইউনিয়নে হতে ০৩ তিন কেজি ৫০০ পাঁচশত গ্রাম গাঁজাসহ একজন কে গ্রেফতার করেন।

হাসমত উল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *