বিরামপুরে আ’লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হরতাল বিরোধী মিছিল ও ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি হরতাল বিরোধী মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের ঢাকামোড়ে আলোচনা সভায় সমবেত হয়। এসময় শান্তি মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিকনির্দেশনায় এ ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শীবেশ কুন্ডু। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ।

এসময় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল বলেন, সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শাস্তি সমাবেশের মাধ্যমে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে রুখে দিয়ে জনগণের জন-ভোগান্তি দূর করে আগামী জাতীয় নির্বাচনে কঠোর ভূমিকা পালন করতে হবে। যাতে নির্বাচনকে ঘিরে তারা কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে।

তিনি আরো বলেন, জামায়াত বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাস থেকে জনগনের জানমাল রক্ষায় বিরামপুর উপজেলা আ’লীগ ও এঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। এ সময় তিনি বিএনপি ও জামায়াতের ডাকা সমাবেশের নামে হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে শীবেশ কুন্ডু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।

শান্তি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *