জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফুলবাড়ীয়া আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়িয়া) প্রতিনিধি ঃ
দেশব্যাপি বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। গত রবিবার ২৯ (অক্টোরব) সকাল ১০ টায় আলম এশিয়া বাস টার্মিনালে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করেছে। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম, সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম-সম্পাদক আবু কায়সার মিলন, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক এ টি এম মহসিন শামীম, মামুনুর রশীদ মামুন, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে। পেট্রোল বোমা ও আগুন দিয়ে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, ল , মাইক্রো জালিয়ে দেয়, প্রধান বিচারপতির বাস ভবণে আগুন। তাদের ভয়ংকর রূপ আমরা আর দেখতে চাই না দেশবাসী। বিএনপি -জামাতের দেশবিরোধী কর্মকান্ডের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তাদের যেকোন অপতৎপরতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকতে নির্দেশনা প্রদান করেন। দেশ ও দেশের জনগণের স্বার্থে সাধারণ জনগণকে সাথে নিয়ে বরাবরের ন্যায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে এমন দৃঢ়তাও ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *