পাথরঘাটায় বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি জনগণ

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালে সারা দেয়নি বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। সকাল থেকে সারাদিন প্রতিদিনের মতো রাস্তায় রিক্সাগাড়ি সব চলেছে এক-ই নিয়মে। তবে দূরপাল্লার বাসের যাত্রীরা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শহরেরে তালতলা ও নতুনবাজার বাসষ্টান্ডে আসলেও এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাইলেও সন্ত্রাসী হামলার ভয়ে বাসাগুলো ছেড়ে যায়নি।
রিক্সাওয়ালা রহিম তিক্ততার সঙ্গে প্রশ্ন করেন” হরতাল মানে কেডা..!!” একই কথা বলেন অপর আর এক অটোচালক ইব্রাহিম, “খাইয়া কাম নাই হরতাল ডাহে..!”

হরতাল চলাকালে শহরে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল করতে দেখাগেছে। অপরদিকে বেলা ১১টার দিকে পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.আব্দুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশের সভায় আওয়ামীলীগের নেতারা বলেন ,বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। তাদের হরতালে জনগণের অংশগ্রহণ নেই।

এদিকে ছাত্রলীগের শহরে হরতাল বিরোধী বিক্ষোভ চলাকালে ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ছাত্রলীগের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অমল তালুকদার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *