কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতার প্রতিবাদে – কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত – মাও মাসউদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন সংগঠনের সহ সভাপতি ও খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাও সৈয়দ আব্দুল কাদের জামাল – বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মাও সেলিম রেজা,, মো হুমায়ুন কবির স্বপন,, মাও মোহাম্মদ আলী,, মাও শামসুল হক সাদবপুরী,, ইসলামী যুব মজলিস বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাও সোহেল,, প্রচার সম্পাদক মাও আরিফ রাব্বানী,, মাও কামরুল হাসান,মাওঃমোকাম্মেলুল হক,মাওঃশেখ রবিউল, মাওঃইউসুফ,মাওঃজাব্বার,মাওঃ মফিজুল ইসলাম সহ অন্যান্যরা
ফিলিস্তিনে ইজরাইলি গনহত্যার প্রতিবাদে বুড়িচং এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Leave a Reply