মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনা জেলার রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন ২০২৩ ইং সম্পন্ন হয়েছে ২৭ শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় তালতলী কারিতাস কার্যালয়ের সিনিয়র অডিটর (অব:)মি:মংখেহাং চৌধুরী এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন করা হয় সভাপতি মি:মংখেলা তালুকদার এবং সাধারণ সম্পাদক মংচিন থান নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মি:মংথিনজো,সহ-সভাপতি মি:চোথয়ফু মাতুব্বর,সহ সাধারণ সম্পাদক মি:চানমং তালুকদার,কোষাধক্ষ্য মি:মংনানটসে,দপ্তর সম্পাদক মি:উওয়েনমং, সাংগঠনিক সম্পাদক মি:ধলুশে,ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মি:থুইমংশে (বুওয়াশে), শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মি:অংতেন,তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিসেস চান্দা ওয়েন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস এমেন,নির্বাহী সদস্য তিনজন যথাক্রমে মি:উতেন, মি:মংচান ওয়েন ও মি:মংমং প্রমূখ।উল্লেখিত ব্যক্তিরা রখাইন সমাজ উন্নয়ন সংস্থার দুই বছর দায়িত্ব পালন করবেন,নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অডিটর( অব:)মি:মংখেহাং চৌধুরী ও মি:অংথান তালুকদার।
মংচিন থান
তালতলী প্রতিনিধি

Leave a Reply