তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি উপজেলার তরুণদের নেতৃত্বে পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান এবং কো কারিকুলার অ্যাক্টিভিটির উপর প্রতিযোগিতা সমূহের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরন করা হয়েছে ।

আজ সকালে নলছিটি পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় ও সিরাজুল ইসলামের কুরআন তিলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কো কনভেনর মাহবুব তালুকদার, সুবিদপুর ইউনিয়নের সমন্বয়ক আরিফুল ইসলাম আকাশ, মোল্লারহাট ইউনিয়নের সমন্বয়ক নাঈম মল্লিক, সৈয়দ লিওন, সাইফ সাঈদ প্রমুখ ভলান্টিয়ার

অনুষ্ঠানে তারুণ্যের নলছিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বই পড়া প্রতিযোগিতা, ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা ও লেখালেখি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেওয়া হয়৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *