বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে-ডা. দীপু মনি

নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুর:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা দেশ এবং জাতির অর্জনকে ম্লান করার জন্যই সমাবেশের ডাক দিয়েছে।
বিএনপি তাদের কর্মীদের বলেছে, সমাবেশে আসার আগে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানেই বিএনপি সমাবেশে সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। বিএনপি-জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানারকম আশংকা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজর ৬ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার সার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে করে বিএনপি কোন প্রকার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ হোসাইন ও রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন প্রমুখ।
পরে রায়পুর আলীয়া মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। বিকেল ৫ টার দিকে মার্চেন্ট একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *