January 2, 2025, 7:28 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঈদগাঁওতে একটি করাত কল উচ্ছেদ অপরটিকে জরিমানা ও ২০০ ঘন ফুট কাঠ উদ্ধার ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপিত উজিরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ মোরেলগঞ্জে চাঁদাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ আশুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হিজাব কাণ্ড: এবার প্রধান শিক্ষক বরখাস্ত

হিজাব কাণ্ড: এবার প্রধান শিক্ষক বরখাস্ত

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়ে ;
হিজাব নিয়ে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচার ও নিয়োগ বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগে এবার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩১ জুলাই সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম অভিযোগ দায়ের করলে মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে শোকজ করা হয়।

গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান বলেন, গত মাসের শেষ দিক থেকে বোদা সাকোয়া উচ্চ বিদ্যালয়ে হিজাব নিয়ে একটি বাজে অবস্থা সৃষ্টি হয়।

সেই অবস্থার মধ্যে ৩১ জুলাই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম দায়িত্বে থাকা অবস্থায় প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও কিছু সতত্য পাওয়ায় সুজাকে প্রথমে শোকজ করা হয়।

এর পর আবারো তদন্তের ভিত্তিতে তাকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তিনি আরো বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষকসহ সহাকরী প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগকারী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, আমার বিরুদ্ধে গত ২৮ জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর আমি সত্য বিষয়টি উল্লেখ করে স্কুলের একই তদন্ত কমিটিকে অভিযোগটি দেই ৩১ জুলাই। প্রধান শিক্ষক কৌশলে শিক্ষার্থীদের নিয়ে আমার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মিথ্যা অভিযোগ করেন। তাই সেই অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মিথ্যা প্রচার ও নিয়োগ বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকেও মঙ্গলবার (১৬ আগস্ট) বরখাস্ত করেছেন সভাপতি।

বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারী সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম আত্মরক্ষার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।

এর আগে হিজাব পরায় তিন ছাত্রীর সঙ্গে সম্প্রতি অসদাচরণের অভিযোগ ওঠে সাকোয়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার কাছে গত ২৮ জুলাই লিখিত অভিযোগ করে তিন শিক্ষার্থী। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব দেওয়ার সাত মিনিটের মাথায় রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে বরখাস্ত করেন গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD