মো. সেলিম মিয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া প্রতিনিধি :
মানুষ মানুষের জন্য (এমপ্যাথি স্বেচ্ছাসেবী ) ময়মনসিংহ ফুলবাড়ীয়া উপজেলায় অন্যতম একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২০ সালের করোনা কালীন ২১ জন সদস্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় । করোনা কালীন থেকে শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম করে যাচ্ছে। সংগঠনটি বিগত দিনে বিনামূল্য চিকিৎসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র, রমজানে ইফতার উপহার, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ, করোনা কালে গরিব অসহায় মানুষে মাঝে বিভিন্ন ত্রানসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনটি ।
গতকাল বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ সকাল ১১ টায় সময় এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন কাযার্লয়ে কেক কাটা , কোরআন তেলাওয়াত ও প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ মধ্য দিয়ে এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এ সময় উপস্থিত ছিলেন এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম (সাইফ), সিনিয়র সহ—সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক । অন্যান্যদের মধ্যে পলাশ উচ্চ বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সহ: শিক্ষক উমর ফারুক (বুলু), পলাশতলী দাখিল মাদ্রাসা সুপার জিয়াউল হক (শাহিন), জাপা বাক্তা ইউনিয়ন সভাপতি নায়েব আলী, সেলিম হোসাইন, বিভিন্ন প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফুলবাড়ীয়ায় এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Leave a Reply