বিশেষ প্রতিনিধি : ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দের জিত সাগরের সাথে বানারীপাড়ার মানবাধিকার কর্মী ও বিশিষ্ঠ সাংবাদিক এস মিজানুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার ২২ অক্টোবর সন্ধ্যায় বানারীপাড়া পৌরসভার আবাসিক কক্ষে মিলিত হন। এ সময় সহকারী হাই কমিশনার ইন্দের জিত সাগর সৌহার্দ্যপূর্ণ ভাবে মিজানুলের সাথে আলাপ করেন। সাক্ষাতের সময় সহকারী হাই কমিশনার ইন্দের জিত সাগর বানারীপাড়া উপজেলার প্রথিতযসা ব্যক্তিদের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতা, বুদ্ধিজীবি জ্যোর্তিময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সুখরঞ্জণ সমাদ্দার, মনোরমা বসু মাসি মা, কবি শংখ ঘোষ অনেক লেখক, কবি সাহিত্যিকদের এবং শিক্ষিতজনের শহর বলে মন্তব্য করেন। এখানের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। সহকারী হাই কমিশনার ইন্দের জিত সাগর বলেন স্বাধীনতার সময় ভারত মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগীতা করেছিল উল্লেখ করেন। এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষচন্দ্র শীল উপস্থিত ছিলেন। তার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি পৌর ভবনের আবাসিক কক্ষের বিভিন্ন আলোকচিত্র দেখেন।#
Leave a Reply