পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা কচুয়াই ইউনিয়নের চক্রশালা মাতঙ্গিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চৌধুরীর নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২১ অক্টোবর সকাল ৭টায় সাংবাদিকরা সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলে শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রাইভেট ও কোচিং পরিচালনা করে।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় তিনি মাসিক ৫’শত টাকা করে ফি আদায় করে। দীর্ঘদিন যাবৎ স্কুলে প্রাইভেট ও কোচিং পড়ার নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যার সাথে আরো দুইজন শিক্ষক জড়িত রয়েছে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে বহাল তবিয়তে এ বিদ্যালয়ে শিক্ষকতা হিসেবে রয়েছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারী নীতিমালা বিধি নিষেধ ও নির্দেশনা অমান্য করে স্কুলের আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। এলাকাবাসী প্রধান শিক্ষক সাগর চৌধুরীকে বদলি করার জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট জোর দাবী জানান।
প্রধান শিক্ষক সাগর চৌধুরী জানান, স্কুলের পড়–য়া ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করছি। তার পাশাপাশি শিক্ষার্থীরা মাসিক ৫’শত টাকা করে অনারিয়ম প্রদান করে। এ স্কুলে আমি ২০১২ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। স্কুলে প্রাইভেট ও কোচিং পড়ার এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতি নেয়া হয়নি । তবে এখন থেকে প্রাইভেট ও কোচিং পড়া বন্ধ থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাগির হোসেন জানান, বিদ্যালয়ে প্রাইভেট ও কোচিং পড়ার এ বিষয়টি আমি একেবারেই জানি না। তবে কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ^াস জানান, স্কুলের শ্রেণি কক্ষে প্রাইভেট ও কোচিং পড়ানো হয় এ বিষয়ে আমার জানা নেই। প্রধান শিক্ষক সাগর চৌধুরীকে সতর্ক করে দিচ্ছি। অন্যতায় তার বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটিয়ায় চক্রশালা মাতঙ্গিনী স্কুলের হেড মাস্টার সাগর চৌধুরীর খুঁটির জোর কোথায়

Leave a Reply