মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ছয়দিনের ছুটি ঘোষণা করেছে স্থলবন্দর কতৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বর্ণাঢ্য ভাবে উদযাপন করতে বাংলাবান্ধা-ফুলবাড়ি উভয় বন্দরের সম্মতিতে ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছয়দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এসময় বন্দরে স্বাভাবিক লেনদেন বন্ধ থাকলেও পাসপোর্টধারী লোকজন বন্দরের ইমিগ্রেশন ব্যাবহার করে যাতায়াত করতে পারবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply