December 21, 2024, 4:13 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির আস্থাভাজন মুখপাত্র আব্দুল আউয়াল সেলিম।
শুভেচ্ছা বাণীতে তিনি সকল সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্য বলেন সকল অশুভ শক্তির বিনাশ নিশ্চত, সনাতনধর্ম মতে দেবী দূর্গা হলেন সকল অশুভ শক্তির বিনাশের প্রতিক সরূপ।
অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সমাজে শান্তি শৃংখলা বজায় রেখে ধর্মীয় সম্প্রতি শান্তির এদেশে কোনো অপশক্তির ঠাই হবেনা।
তিনি সাবেক সফল রাষ্ট্র নায়ক মুরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এবং ময়মনসিংহের কৃত্বি সন্তান সাবেক ফাস্ট লেডি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা আছে বলে মন্তব্য করেন।
জনাব আব্দুল আউয়াল সেলিম আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় পার্টি এবং এর সলক অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কোনো অপশক্তি যাতে পূজায় বিঘ্ন না ঘটাতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখারও আহবান জানান।