December 22, 2024, 6:18 am
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বুধবার (১৮ অক্টোবর সকাল ৯. ঘটিকায় শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। অতঃপর শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি অনুষ্ঠিত হয়। ব়্যালি টি জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী হতে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
ব়্যালি শেষে জেলা প্রশাসক নীলফামারী সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী। ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু মহোদয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।