বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র,’৭৫এর ১৫আগষ্ট ঘাতকের বুলেটে শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে র্যালীতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে বিভিন্ন প্রতিযোগীতায় ১৩জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।অন্যদিকে একই দিন সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল দশটায় দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়, গৈলা, আগৈলঝাড়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালনের খবর পাওয়া গেছে।
Leave a Reply