নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী জামিল

মোংলা প্রতিনিধি
বাগেরহাট-০৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের মালয়েশিয়া কমিটির সভাপতি মোঃ জামিল হোসাইন। মঙ্গলবার (১৭অক্টোবর) বিকেলে শরণখোলার রায়েন্দা পাইলট স্কুল মাঠে বঙ্গবন্ধু যুব সেন্টারের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ভোট চান।
স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীদের সামনে জামিল হোসাইন আরও বলেন, তাকে এই আসনে নৌকার মনোনয়ন দিলে ব্যাপক উন্নয়ন করবেন তিনি। কারণ তিনি কোন দুর্নীতি বুঝেননা, অন্যায় বুঝেননা। তাই আগামীতে প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা জামিল বলেন, আপনারা আমার পাশে থাকেন আপনাদের সাথে আমি আছি।
মনোনয়ন না পেলেও যিনি নৌকার মনোনয়ন পাবেন, তার পক্ষে তথা নৌকার পক্ষে তিনি থাকবেন। তাই সবার কাছে নৌকার ভোট চান এই নেতা।
জামিল হোসাইন আরও বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা শহীদ মনিরুজ্জামান বাদল আজ তাদের মাঝে নেই। সে বঁচে থাকলে তিনি শরণখোলা থেকে এমপি হতেন। আজ তিনি নেই, রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে এই শরনখোলা থেকে তিনি সংসদ নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন বলেও আশা করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শরনখোলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন জামিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *