December 30, 2024, 5:15 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে গোপালগঞ্জে দারিদ্র নিরসনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় বেসরকারী সংস্থা ব্র্যাক এ ক্যাম্পেইনের আয়োজন করে।
আজ সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বসুমার্কেট এলাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচাল মো: আজহারুল ইসলাম। এসময় ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: আব্দুল্লাহ আল ফারুক, আর.এম.ইউপিজি কর্মকর্তা তপন ভৌমিক উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ দ্ররিদ্র পরিবারকে দেয়া এড়ে গরুসহ বিভিন্ন অনুদানের খোঁজ খবর দেন এবং বাড়ি পরিদর্শন করেন।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: আব্দুল্লাহ আল ফারুক বলেন, দারিদ্রের মধ্যে থাকা জনগোষ্ঠীর দারিদ্র ও অসমতা নিরসনের জন্য নানাবিধ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। নানামূখী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বর্তমানে অতিদরিদ্র কমে ৫.৬ শতাংশে পৌঁছেছে। দারিদ্রতা নিরসন করে উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, গোপালগঞ্জের আর্থসামাজিক ও ভৌগলিক অবস্থা বিবেচনা করে দেখা যায় যে, জলবায়ু পরিবর্তনের কারনে কিছু এলাকায় জলাবদ্ধতা থাকে। ফলে কৃষিকাজ করা সম্ভব হয় না। মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এখনও গ্রাম ও শহরের বৈষ্যম্য বিদ্যমান। বেসরকারী সংস্থা ব্র্যাক তাদের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি সরকারের সাথে লিয়াজো করে পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলিতে বয়স, জাতি, জাতিসত্বা, অভিবাসন অবস্থা এবং প্রতিবন্ধীতাজনিত সামাজিক বৈষম্য নিরসন করার জন্য কাজ করে যাচ্ছে।