December 22, 2024, 6:07 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে প্রফিট ফাউন্ডেশন কার্যালয়ে ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্প -২০২৩ এর আওতায় ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম এ চলমান রয়েছে। জেলার কালিগঞ্জ, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার ২০০ শত জন নারী ও পুরুষ কে প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণ করে। প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম । এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও
পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, প্রোগ্রাম অফিসার মোঃ জয়নুল আবেদীন ও এসমোতারা বেগম উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার প্রকল্প পরিদর্শন কালে সংস্হার সার্বিক উন্নতি ও প্রশিক্ষণ কার্যক্রম সন্তোষ প্রকাশ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।
হাসমত উল্লাহ ।