December 30, 2024, 5:13 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ
শনিবার (১৪ অক্টোবর) শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে এবং মালিক -শ্রমিক উভয়ের কল্যাণে ঐক্যবদ্ধ হতে ঝালকাঠির নলছিটির বেসরকারি শিল্প গোষ্ঠী সুগন্ধা গ্রুপের শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
এতে দপদপিয়া ইউনিয়নের সুজন মোল্লাকে সভাপতি ও বালী তূর্যকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সাধারণ শ্রমিক ও কর্মচারীবৃন্ধ।
এসময় উপস্থিত শ্রমিক ও কর্মচারীরা বলেন,আমাদের ন্যায্য দাবী আদায়ে,দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে এই শিল্প গোষ্ঠীকে দেশের অন্যতম ব্যবসা সফল শিল্প গোষ্ঠী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।এজন্যই আমরা সকলে মিলে সম্পুর্ন গনতান্ত্রিক ভাবে সকলের মত নিয়ে এই কমিটিকে নির্বাচিত করেছি।
এসময় কমিটির নির্বাচিত সভাপতি সুজন মোল্লা বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের সফলতার জন্য কাজ করতে সচেষ্ট থাকবো।
এছাড়াও নির্বাচিত সাধারণ সম্পাদক বালী তূর্য বলেন, সারাদেশে মালিক-শ্রমিক দন্দ্ব থাকলেও আমরা এর বিপরীতে মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চাই।আমাদের মালিক খুব ভালো মানুষ,আমরা আশাকরি তিনিও গরীব শ্রমিকদের কষ্ট অনুভব করে সব সময় আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেবেন।আমরাও মন প্রান দিয়ে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।তবে অনেক সময় দেখা যায় কিছু লোক মালিক পক্ষের বাহ্যিক উপকার দেখাতে গিয়ে আসলে প্রতিষ্ঠানকে তলানীতে নিয়ে যায়।আমাদের বিশ্বাস আন্তরিকতার সঙ্গে উভয় পক্ষ কাজ করলে এই প্রতিষ্ঠান দেশের অন্যতম ব্যবসা সফল শিল্প গোষ্ঠীতে পরিনত হতে পারবে এবং আমরাই শ্রম দিয়ে এই সফলতা এনে দেব ইনশাআল্লাহ।
কমিটিতে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য সহ বিশ জনকে আগামী ৩০ দিনের মধ্যে সকলের উন্মুক্ত আলোচনার মাধ্যমে ১৫০ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।