বাবুগঞ্জে যুগ্ন সচিবের মায়ের ইন্তেকাল

কে এম সোয়েব,

বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামের বরিশাল সদর গালস্ বিদ্যালের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপ-পরিচালক বরিশাল আঞ্চলিক শিক্ষা অফিস, যুগ্ন সচিব ও এম এ গফুর (মোল্লার সহধর্মীনি রাবেয়া খাতুন ৭৮ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলার যুগ্ন সচিব পিআরএল) মো: বজলুররসিদ, তার বড় ভাই বঙ্গবন্ধু ট্রাস্ট্রের কর্মকর্তা মো: কার্জন রহমান, দেহের গতি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাজাহান শিকদারের পুত্র মো: আবির হোসেন প্রমুখ।

গত ১৪ অক্টোবর রাত ৩ টায রাবেয়া খাতুন ষ্ট্রোক জনিত কারনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নি: সন্তান অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে -রাজেউন।

রাবেয়া খাতুন বিনা ১৯৩৮ সালে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত্র পরিবারে জন্ম গ্রহন করেন।তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বরিশাল মহিলা পরিষদ গালস গাইড সহ ৬ টি সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। পূর্বচাঁদ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিও ছিলেন তিনি।

এ ছাড়াও দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন তিনি।

তার মৃত্যুতে সকল শ্রেনীর পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। আজ জানাজা নামাজ শেষে মরহুমকে নিজ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *