December 22, 2024, 6:04 am
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, শিক্ষকদের সকল নায্যদাবীর প্রতি সমর্থন করে আমার বক্তব্য শুরু করতে চাই।
আগামীতে আমি নিজে আপনাদের এসব দাবী গুলি সংসদে উপস্থান করবো।
শিক্ষকগণ অবসরের পরেও বছরের পর বছর অবসরের টাকা পান না। আগামীতে শেখ হাসিনা আবারও প্রধান মন্ত্রী হতে পারেন তবে সংসদে আমি আলোচনা করে ১ মাসের মধ্যেই ৩০ ভাগ অবসরের টাকা পান সে ব্যবস্থা করবো। নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় সময় গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী উপজেলার সকল স্তরের শিক্ষকদের আয়োজনে গোদাগাড়ীর আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক অবদান, অধিকার এবং কাঙ্গিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক
আবুল কালাম মুহম্মদ আজাদ।
ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের শিক্ষকদের উপস্থিতি প্রমান করে সব চেয়ে বড় শিক্ষক সমাবেশ। শিক্ষক সংগঠন গুলি আগের চাইতে অনেক বেশী শক্তিশালী। আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সফল শিক্ষক সমাবেশ দেখিনি, শক্তিশালী শিক্ষক সংগঠন গুলি আরও যাবে।
ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। শুধু গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে
৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার
ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়।
আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।
বক্তব্য প্রদান করেন মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু, শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, সাধারন সম্পাদক মজিবুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম দুটি দেশের গান পরিবেশন করে উপস্থিত সকল শিক্ষক কর্মচারীদের আনন্দ দেন। সকল শিক্ষক কর্মচারী হাত তালি গান গাইতে উৎসাহিত করেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।