স্বরূপকাঠিতে হিন্দু ধর্মালম্বিদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন মহিউদ্দিন মহারাজ

স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি,

স্বরূপকাঠিতে আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। গতকাল শনিবার সকালে মহিউদ্দিন মহারাজের নবনির্মিত স্বরূপকাঠিস্থ রাজনৈতিক কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দের মধ্যে উপজেলার ১২৪ টি মন্দিরের সভাপতি সম্পাদক , পুরহিত সকল ইউপি চেয়ারম্যান (বর্তমান ও সাবেক) উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সম্পাদক ডা. সৌরভ সুতার। এসময় বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির,ভাইস চেযারম্যান নার্গিস জাহান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, হুমায়ুন কবির বেপারী, পূজাপরিষদের সাবেক সভাপতি বিপুল নারায়ন রায় চৌধূরী, সহ সভাপতি জহর লাল সাহা, সীমা রানী সাহা, তাপস মন্ডল রাধাগবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহা,মানিক লাল দত্ত,বিধান চন্দ্র রায়.মানিক হাওলাদার প্রমুখ। সভা শেষে কেন্দ্রীয় মন্দিরে ৬০ হাজার, রাধা গবিন্দ সেবাশ্রম মন্দিরে ও ইন্দুরহাট কালীবাড়ী মন্দিরে ৫০ হাজার করে পৌর এলাকা ও ইউনিয়নের একটি করে বড় মন্দিরে ২৫ হাজার টাকা করে এবং বাকী সব মন্দিরে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *