সুজানগরের গাজনার বিলে মাছ ধরতে বাধা ও চাঁদা আদায়ের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরের গাজনার বিলে মাছ ধরতে বাধা ও চাঁদা আদায়ের প্রতিবাদে ক্ষুদ্র মৎস্যজীবী জেলেরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার গাজনার বিলের বোনকোলা-হাটখালী রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে বক্তব্যদেন, শ্রী প্রদীপ হালদার , পলান হালদার,সুজিৎ হালদার,আসলাম হোসেন ও আরিফ হোসেন জালাল উদ্দিন, করিম উদ্দিন শেখ, মজনু শেখ ও জগন্নাথ সন্ন্যাসী প্রমুখ। বক্তারা বলেন, যুগের পর যুগ গাজনার বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন এ অ লের শতাধিক জেলে পরিবার। মাছ ধরাই যাদের পেশা। কিন্তু বিলের একটি অংশের ক্যানাল ইজারার নেওয়ার অজুহাতে দেখিয়ে মৎস্যজীবী জেলেদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে স্থানীয় বোনকোলা গ্রামের বিএনপির প্রভাবশালী নেতা রতন মাস্টার।চাঁদাবাজির টাকা না দিলে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। জেলেদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে মাছ। কিন্তু এই বিলে প্রকৃত জেলে নয় এমন লোকজন মাছ ধরছেন।এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন শেষে অভিযুক্ত রতন মাস্টারের কুশপত্তলিকা দাহ করেন জেলেরা। স্থানীয়রা জানান, বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন হোসেন মাস্টার বিএনপি করলেও ক্ষমতাসীন দলের কতিপয় নেতার যোগসাজশে গাজনার বিলের প্রায় অর্ধেক জায়গা দখলে নিয়ে জেলেদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকেন। চাঁদা দিতে অস্বীকার করলে জেলেদের বিল থেকে বের করে দেন‌। এতে বিলে মাছ ধরতে না পারায় স্থানীয় শতাধিক জেলে পরিবার বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রতন মাস্টার বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি বিএনপি করায় রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *