January 2, 2025, 8:18 pm
মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (১৩ অক্টোবর) ২০২৩ স্থানীয় সময় বিকাল ৪ টায় মালদ্বীপের রাজধানীতে বৃহত্তর ঐক্য র্যালি ও সমাবেশ করেন মালদ্বীপের নাগরিকরা, এবং সমাবেশে আরো অংশগ্রহণ করেন বাংলাদেশী নাগরিক সহ অন্যন্য দেশের নাগরিকরা , হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এই সমাবেশের আয়োজন করেন মালদ্বীপের নাগরিকরা।
উল্লেখ্য ৭ অক্টোবর শনিবার হামাস ইসরায়েলে একাধিক হামলা শুরু করে, হামলার কিছুক্ষণ পরেই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ভারী গোলাবর্ষণ করেছে, যা ইতিমধ্যে হাজার হাজার ফিলিস্তিনিকে প্রাণ দিতে হয়েছে ।
এদিকে র্যালির আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় মালে সিটিতে একটি বাইক রাইডের সময় ও নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও আয়োজকরা ইতিমধ্যে ফিলিস্তিনে অনুদান দেওয়ার জন্য তহবিল খুলেছে, এবং ইসরায়েলি সরকারের একাধিক হামলার পর ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন প্রকাশ করার জন্য ২০২১ সালে ও মালদ্বীপ একই ধরনের সমাবেশ করেছিল, বর্তমানে ও তা চলমান রাখছে।