পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন

সুজানগর প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯পাবনা-২ সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন করেছে দলীয় নেতাকর্মীরা। নির্বাচনী এলাকায় প্রতিদিন অন্যান্য ইউনিয়নের ন্যায় গতকাল সুজানগর পৌরসভা ও উপজেলার ভায়না ইউনিয়নে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৪টায় উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মীরা,সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে মথুরাপুর স্কুল মাঠে এসে সমবেত হয়। এরপর সেখান থেকে শত শত মোটরসাইকেল নিয়ে আ.লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা বের করেন। শোভাযত্রাটি সুজানগর পৌরসভা ও ভায়না ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে আ,লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কামরুজ্জামান উজ্জলের পক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান । বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন । আ.লীগের নেতাকর্মীরা জানান, পাবনা- আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক কামরুজ্জামান উজ্জল বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক হিসেবেও । এবং এই নেতা বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে চলেছেন। নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজ সেবা, ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা। শোডাউনে সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা,আ.লীগ নেতা আলহাজ্ব আব্দুল জব্বার মাস্টার, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আাজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউািনয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল,দুলাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকআব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষারসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *