গোপালগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখের উপর টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে রনজিৎ রায় (৮৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় তার ছেলে ঝন্টু রায়কেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উর‌ফি গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ রনজিত রায়ের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার উর‌ফি গ্রামে মালোপাড়ায়।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহত রনজিৎ রায়ের ছেলে বাবু রায় উর‌ফি গ্রামে মালোপাড়া ব্রীজের উপর বসে ছিল। এসময় বাবু ওই ব্রীজের উপর থাকা মিল্টন খাঁর মুখের উপর টর্চ লাইটের আলো ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে বাবুকে চড় মারে মিল্টন।

পরে বাবু বাড়ীতে গিয়ে বাবা নিহত রনজিৎ রায় ও তার অপর ভাইকে ডেকে নিয়ে আসে। পরে তারা বাবুকে মারার কারন জানতে চাইলে মিল্টন ও তার লোকজনের সাথে বাকবিতন্ডা হয়।

এর জের ধরে মিল্টন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রনজিৎ রায় ও তার ছেলেদের উপর হামলা চালায়। এসময় রনজিৎ রায় ও ঝন্টু রায়কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রনজিৎ রায়কে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল ইসলাম হাসপাতালে ছুটে যান।

এ ঘটনায় এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *