December 30, 2024, 5:08 pm
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনন্দ র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সদর ইউনিয়নের শ্রমিক লীগ নেতা মোঃ বাদসা বেপারী।
এসময়ে অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খিজির সরদার, জিয়াউল হক মিন্টু, এটিএম মোস্তফা সরদার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক টুকু, সাইফুল ইসলাম শান্ত, শ্যামল দত্ত, সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সহিদ,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি খলিলুর রহমান বালি, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ,সাংগঠনিক সম্পাদক মোঃ হারিচ ডাকুয়া,দপ্তর সম্পাদক শ্যামল সিকদার,পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি শেখ হারুনুর রসিদ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, এছাড়াও এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।