বানারীপাড়ায় দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা:

বানারীপাড়ায় পাঠক নন্দিত দৈনিক সমকালের ১৯ বছর পদার্পণ করায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু জাফর মোহাম্মদ ইজাজুল হক । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, তথ্য আপা নাদিরা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংবাদিক কাওসার হোসেন, সাংবাদিক সম্পাদক সুজন মোল্লা, সরদার নজরুল ইসলাম, ফয়েজ আহম্মেদ শাওন, শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল।

এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *