December 21, 2024, 4:39 pm
এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে রাজৈর গ্রামে বেদখল থাকা সরকারি জমি দখলমুক্ত না করে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি জবর দখল করে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বিআরএস ম্যাপ অনুযায়ী নিমাণার্ধীন কার্পেটিং রাস্তা নির্মাণের দাবি জানিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলী নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান শামীম।
অভিযোগে বলা হয়েছে, বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাজার সংলগ্ন রাজৈর মাদরাসা অভিমুখে ৪৬০ মিটার ইটসোলিং সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। রাস্তাটির নির্মাণের পূর্বে এর জন্য থাকা সরকারি রেকর্ডীয় জমিতে না গিয়ে ব্যক্তি মালিকানাধীন ওই গ্রামের এম এ গফফার শেখের ছেলে মো. জাহিদ হাসান শামীমের জমির ওপর থেকে রাস্তা নির্মাণ করার জন্য সীমানা নির্ধারন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজন।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, দীর্ঘ ২০/২৫ বছর ধরে পৈত্রিক ৩০.৫ শতক জমিতে ভোগ দখল করে ১০টি পাকা ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান করে আসছে। ইতোপূর্বে তাদের জমি থেকে চলাচলের জন্য .৭ শতক জমি রাস্তায় দিয়েছেন। এখন নতুন করে আবারও তাদের জমি জবর দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাক্তি মালিকানাধীন জমির ওপর থেকে রাস্তা নেওয়া হবেনা। রাস্তার জন্য নির্ধারিত ও রেকর্ডীয় জমির ওপর থেকেই রাস্তা নেওয়া হবে।