December 22, 2024, 5:29 am
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পৃথক ঘটনায় অভিমান করে কিশোরের আত্মহত্যা ও হিন্দু কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলের কালিয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে নূর আলী শেখ (১৫) নামে এক কিশোর
আত্মহত্যা করেছে। সে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া
গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর শেখের ছেলে। মঙ্গলবার (১০অক্টোবর) রাত
সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নুর আলীর মা ছেলের
ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ তাদের
নিজস্ব ঘরের আড়া থেকে নিচে নামায়। ওই কিশোর অভিমান করে আত্মহত্যা করেছে
বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনিম আলম বিষয়টি নিশ্চিত করে
জানান,কালিয়া থানায় অপমুত্যূ মামলা দায়ের হয়েছে। অপরদিকে নড়াইলে কলেজ ছাত্র যুবরাজ দাসের লাশ উদ্ধার। নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১অক্টোবর) দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তাঁর ৪সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন।বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তারা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।