December 22, 2024, 6:31 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উওর আটিপাড়া হাওলাদার বাড়ী জামে মসজিদ নির্মাণ কাজে হস্তিশুন্ড জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যগে নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার সকালে নগদ অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়।এ সময় উপস্থি ছিলেন সংগঠনে বদরুজ্জামান বদর,মতিউর রহমান মানিক মোল্লাহ, আব্দুর রশিদ আকন,ফাইজুল্লাহ।
এসময় উওর আটিপাড়া হাওলাদার বাড়ী জামে মসজিদ
কোষাধ্যক্ষ মোঃ মোহেব্বুল্লা ও আজাদ সরদার মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠন এর প্রতিষ্ঠাতা হাদিউজ্জামান হিমু বলেন, সেবাই আমাদের মূল লক্ষ্য, আমাদের সংগঠন জনসেবামূলক কার্যক্রম গুল ধারাবাহিক ভাবে করে যাবে, প্রতি মাসে একটি করে সেবা মূলক কাজ করা হবে। এ বছরের শুরুতে এ সংগঠন দারিদ্রদের মাঝে কম্বল বিতরন করেছেন বলে জানিয়েছেন।