December 21, 2024, 5:07 pm
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দপ্তরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন সমাজসেবা অধিদপ্তরের সুবর্ণ নাগরিক কার্ডধারী অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা চত্বরে ইউএনও মো. আবু হাসানের সভাপতিত্বে ১০ জনের মাঝে হুইল ও ৩ জনের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে সমাজের অবহেলিতদের মুখে আনন্দের হাসি দেখা যায়। এ সময় অবহেলিত এই প্রতিবন্ধীদের আরও যাবতীয় সকল সুযোগ পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।