December 21, 2024, 4:16 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পর্যায়ে এইচপিভি ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগান নিয়ে আজ রবিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা, রবিউল ইসলাম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা বক্তব্য রাখেন।
সভায়, ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মুকসুদপুর উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে বলে জানানো হয়। #