December 21, 2024, 4:16 pm
এস. এম সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে প্রসাশনের সভাকক্ষে উপজেলা প্রসাশন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মোজাম। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন, একাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার ও জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। একইসাথে বিজয়ী খেলোয়ারদের মাঝে ফুটবল, জার্সি,বুট সহ নানা ক্রীড়াসামগ্রী উপহার দেন।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর মোরেলগঞ্জ উপজেলা ১৪নং পঞ্চকরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় চিতলমারী উপজেলাকে পরাজিত করে জেলায় চ্যাম্পিয়ান হয় মোরেলগঞ্জ উপজেলা।
(এস এম সাইফুল ইসলাম কবির)
মোরেলগঞ্জ ( বাগেরহাট) সংবাদদাতা