December 22, 2024, 6:11 am
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদ টুকু বুধবার ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ৪ অক্টোবর বুধবার দুপুর ২ ঘটিকায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয় । উক্ত জানাজার নামাজে ইমামতি করেন নগর জে এম সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আব্দুল মান্নান । এরপর কুন্দইশ গ্রামের পূর্ব পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আমরুল ইউনিয়নের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ।