December 22, 2024, 6:07 am
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সুুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন বুলু প্রমূখ। সভায় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।