December 21, 2024, 4:15 pm
পটিয়া প্রতিনিধি:
পটিয়ার অন্যতম ক্লাব স্পোর্টস কর্নারের উদ্যোগে ‘দ্যা টেট্রা ফুটবল টুর্নামেন্ট’ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চারদলীয় এই টুর্নামেন্টের ইতিমধ্যে যথাক্রমে শার্পশুটার,ব্রেভ ব্লুস,হেক্সা উইযার্ড এবং ফ্লেম ফিউরিস নামে চারটি দল ঘোষণা করা হয়েছে। আগামী ২২সেপ্টেম্বর পটিয়া আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টে চারটি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবে নিজাম আলমদার,মইনুল ইসলাম,শিশির দে,কতুব উদ্দীন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছে মাহির সিরাজী,তানজির রাকিল,ইফাজ সিরাজী,মাকসুদ উর রহমান।