ডক্টর জুলকারনাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
মানবিক নেতা চট্টগ্রামের পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
মানবিক নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পিএইচডি ডিগ্রি শেষ করে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে রয়েছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি৷ দীর্ঘদিন ধরে তিনি নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের ব্যানারে এলাকায় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন৷ মানবতার এ ফেরিওয়ালাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুভুতি জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন। আগামীতে দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *