মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
গতকাল সোমবার রাতে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে কুমিলা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে সীরাতুন্নবী সা. মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে মাওলানা বক্তব্য রাখেন সৈয়দ আব্দুল কাদের জামাল, মুফতী আবুল বাশার ও আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা নুরুল হক দা. বা.। আলোচনা পেশ করেন, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্রগ্রাম বিভাগের মহাপরিচালক আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী কুরাইশী, মুফতী মুশতাকুন্নবী কাসেমী, মুফতী আমজাদ হুসাইন, মুফতী আরিফ বিন হাবিব, মুফতী আনিসুর রহমান আশরাফি। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী, হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা কবীর আহমাদ,মুফতী শামসুল ইসলাম জিলানী, মুফতী নাঈমুল ইসলাম, মাওলানা আমীনুল্লাহ, মাওলানা আব্দুস সালাম শরাফতী, মাওলানা খলীলুর রহমান, হাফেজ মাওলানা সুলাইমান, মাওলনা জামীল আহমদ আশরাফী, মুফতী ইমাম হুসাইন, মাওলানা সফিউল্লাহ,মাওলানা নোমান আলমগীর, মাওলানা মুনীর হুসাইন, মাওলানা নোমান আহমদ, মাওলানা মাহফুজ, মাওলানা মারুফ বিল্লাহ মাওলানা কামরুল হাসান বিন নক্সবন্দী সহ প্রমুখ উলামায়ে কেরাম। মাহফিলে আলোচকগন নবী সা.এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি আদর্শ ও সুষ্ঠ সমাজ বিনির্মানে সীরাতের চর্চার উপর গুরুত্বারোপ করেন।
, আব্দুল্লাহ আল মামুন মোস্তফী
অফিস ও প্রকাশনা সম্পাদক, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ।
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply